Policy Privacy
দেশিপিউর ডটকম এর নীতিরীতি :
১। শ্রেষ্ঠবাজার দামে কম, দেশিপিউর ডটকম। শ্লোগানটি আমাদের কাছে একটি চ্যালেঞ্জের বিষয়। এই শ্লোগানের সাথে দেশিপিউর এর বাস্তবে মিল না থাকলে আমাদের অঙ্গীকার ভঙ্গ হবে। সাধারণ মানুষের কথা বিবেচনা রেখে দেশিপিউর ডটকম যতদুর সম্ভব প্রতিটি পণ্যেও দাম কম রেখে সঠিক মানের কেনাকাটার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এতে করে একদিকে মাসিক বাজারে সাংসারিক ব্যয় কিছুটা হলেও কমেবে অপরদিকে হোম ডেলিভারী সুবিধার কারণে সময়, পরিশ্রম ও খরচ বাঁচবে। তাছাড়া খোলা বাজারের জনসমাগমের মাঝে বাজার ম্যানেজে স্বাস্থ্য ঝুকি ও বাজারের প্রোডাক্টসমূহের কোয়ালিটির বিষয়তো রয়েছেই। সকল দিক বিবেচনায় দেশিপিউর ডটকম কাস্টমার বান্ধব একটি অনলাইন শপ হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস।
২। দেশিপিউর ডটকম একটি মার্কেটপ্লেস। এখানে গ্রাহকের বিবেচনা রেখে সবসময় মানসম্মত প্রোডাক্ট সিলেক্ট করা হয়। যেহেতু বেশীরভাগ প্রোডাক্টেই মার্চেন্ট/বিক্রেতাগন সরবরাহ করে সেহেতু প্রোডক্টের গুনগত মানের দায়দায়িত্ব তাদের। তদুপরি কোনো প্রোডাক্টের মান খারাপ মনে হলে complain@deshipure.com এ ই-মেইলে পরামর্শ জানাতে অনুরোধ করা যাচ্ছে। এতে শুধু আপনি নয়, সব ক্রেতাই আরো ভাল পন্য পাওয়ার সূযোগ পাবে। পণ্য কেনার সময় যে পন্য সম্পর্কে আপনার জানা নেই সে পন্য প্রয়োজনে কম সংখ্যক/ পরিমানে কিনে দেখুন ।